শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মোদী-পুতিন টেলিফোনেই বৈঠক সারলেন

News Sundarban.com :
জানুয়ারি ৪, ২০১৮
news-image

রাশিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী টেলিফোনেই বৈঠক সারলেন । দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যে দুদেশের রাষ্ট্রপ্রধানের এই বৈঠককে যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসেবেই মান্যতা দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা৷ এই বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা যেমন হয়, তেমনই বর্তমান সময়ের প্রেক্ষিতে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়েও কথা হয় দুই দেশের প্রধানের মধ্যে৷
সূত্রে খবর, বুধবার প্রেসিডেন্ট পুতিন ও প্রধানমন্ত্রী মোদীর কথা হয়৷ শুরুতেই নতুন ইংরেজী বছরের শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা৷ পরে গুরুত্বপূর্ণ আলোচনা চলে৷ ভবিষত্যেও দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন পুতিন বলে খবর৷ এরআগেও, ৩০ ডিসেম্বর, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন পুতিন৷
ভারত-রুশ সম্পর্কের ৭০ বছর পূর্তিতে প্রেসিডেন্ট পুতিন সম্পর্কের উন্নয়নের বিশেষভাবে আগ্রহী বলে জানিয়েছে ক্রেমলিন৷ ব্যবসা-বাণিজ্য ও প্রতিরক্ষার ক্ষেত্র ছাড়াও মহাশূন্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, এবং সংস্কৃতি ও পর্যটন বিষয়ে মোদীর সঙ্গে আলোচনা করেছেন পুতিন। দুই নেতার মধ্যে পারস্পরিক বিশ্বাস ও রসায়নের ফলে দু’দেশের সম্পর্ক আরও উন্নত হয়েছে বলে ক্রেমলিন সূত্রে খবর৷ আশা করা যায় এই টেলিফোনিক বৈঠক দু’দেশের ভবিষ্যতের জন্য খুবই কার্যকরী হিসেবে প্রমাণিত হবে বলে আশা প্রকাশ করেছে রাশিয়া৷