শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

অভাবের তাড়নায় ক্যানিং এ আত্মঘাতী বিড়ি শ্রমিক

News Sundarban.com :
মার্চ ২১, ২০১৮
news-image

এক বিড়ি শ্রমিকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগণার জেলার ক্যানিং থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আমতলা গ্রামে। মৃতের নাম পরেশ মিস্ত্রী(৬৩)। মঙ্গলবার সকালে নিজের ঘর থেকেই পরেশ বাবুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। দীর্ঘদিন ধরেই চিকিৎসার অভাবে ভুগছিলেন পরেশ বাবু। সেই কারনে মানসিক অবসাদেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবী তার নিকট আত্মীয়দের।
একদিকে বয়সের ভারে ভারাক্রান্ত আর অন্যদিকে দিনের পর দিন বিড়ির তামাকের সংস্পর্শে থেকে থেকে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বছর তেষট্টির পরেশ মিস্ত্রী। তিন মেয়ের বিয়ে দিয়েছেন কোনমতে। একমাত্র ছেলে রোজগারের আশায় ভিন রাজ্যে চলে গিয়েছে। স্ত্রীকে নিয়ে কোনমতে এই বিড়ি বেঁধে দিন গুজরান করতেন পরেশ মিস্ত্রী। কিন্তু গত কয়েকমাস ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন তিনি। ফলে ঠিকমত বিড়ি বাঁধার কাজ ও করতে পারছিলেন না। সংসারে দারিদ্রতা থাকার কারনে অর্থের অভাবে চিকিৎসা ও করাতে পারেননি তিনি। সেই কারনে দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। সোমবার রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছিলেন। কিন্তু মঙ্গলবার সকালে তাঁর স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন স্বামী বারান্দায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। তড়িঘড়ি আশপাশের মানুষজনকে ডেকে পরেশ বাবুকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Attachments area