শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুঘলসরাই নাম এখন থেকে শোভা পাবে ইতিহাসের পাতাতে

News Sundarban.com :
জুন ৫, ২০১৮
news-image

মুঘলসরাই নাম এখন থেকে শোভা পাবে ইতিহাসের পাতাতে। দেশের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন হচ্ছে মুঘলসরাই ৷ তার এই নামপরিবর্তন নিয়ে বিতর্কও কম হয়নি। যোগী আদিত্যনাথ সরকারে আসার পরই আগ্রা বিমানবন্দরের সঙ্গে সঙ্গে মুঘলসরাই স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব রেখেছিলেন। যোগী সরকারের এই নামবদলের প্রস্তাবে অবশেষে পড়েছে সিলমোহর। আজ থেকে সম্পূর্ণ নতুন পরিচয়ে পরিচিত হতে চলেছে লখনউয়ের ঐতিহ্যশালী এই স্টেশন মুঘলসরাই। বিখ্যাত মুঘলসরাই স্টেশনের নাম এবার খাতায় কলমে বদলে হতে চলেছে দীনদয়াল উপাধ্যায় জংশন।
বিজেপির দাবি ছিল, ১৯৬৮ সালে এই স্টেশনে ট্রেনের মধ্যে রহস্যজনকভাবে মৃত্যু হয় দীনদয়াল উপাধ্যায়ের নামে ৷ তাই তাঁর স্মৃতিতেই এই নাম রাখা উচিৎ ৷ অন্যদিকে, কংগ্রেসের তরফে দাবি করা হয় যে নাম যদি বদল করা হয় তাহলে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর নামে স্টেশনের নামকরণ করা উচিৎ কারণ এটি তার জন্মস্থান ৷ অবশেষে বিতর্কএর ইতি টেনে দীনদয়াল উপাধ্যায় জংশননাম রাখা হয়া। মুঘলসরাই স্টেশনের নাম পাকাপাকিভাবে বদলের কথা জানিয়ে ট্যুইট করেছেন স্বয়ং রেলমন্ত্রী পীযুষ গোয়েল। উত্তরপ্রদেশ সরকারও স্টেশনের নয়া নাম নিয়ে নোটিশ জারি করেছেন।