শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সবচেয়ে বয়স্ক’ পোষা পান্ডার মৃত্যু

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৫, ২০১৭
news-image

বিশ্বের ‘সবচেয়ে বয়স্ক’ পোষা পান্ডার মৃত্যু হয়েছে। চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজুতে পান্ডাটি মারা যায়। বাসি নামের ওই পান্ডার বয়স হয়েছিল ৩৭ বছর। বাসি বয়সের দিক থেকে এর সমগোত্রীয় সবাইকে ছাড়িয়ে গিয়েছিল। বেশ বড় আকারের পান্ডাকে চীনের প্রতীক হিসেবে গণ্য করা হয়। এই পান্ডাটিও সেভাবেই বিবেচিত হতো। বেশ সুরক্ষিত রাখা হয়েছিল বাসিকে। চীনের একটি উপত্যকা থেকে পান্ডাটিকে উদ্ধার করা হয়। পরে এর নাম দেওয়া হয় বাসি। চার-পাঁচ বছর বয়স থেকেই প্রয়োজনীয় সব ধরনের সুবিধা পাচ্ছিল এটি। পান্ডাটির মৃত্যুর পর গতকাল বৃহস্পতিবার শোকের আয়োজন করা হয়। আর সে ঘটনা টেলিভিশনে সরাসরি সম্প্রচারও করা হয়।