বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনে প্রথম করা হল ইন্ডিয়ান আর্ট পেইন্ট প্রতিযোগীতা

News Sundarban.com :
জুন ১০, ২০২৩
news-image

শিল্পা মাইতি, কাকদ্বীপ:  ধীরে ধীরে ভারতবর্ষ থেকে হারিয়ে যাচ্ছে ইন্ডিয়ান আর্ট। ফলে ছবি আঁকা শিল্পীদের মধ্য থেকে ইন্ডিয়ান আর্ট সম্বন্ধে ধারণাটাও ধীরে ধীরে বিলুপ্তি হয়ে যাচ্ছে। এবার এই ইন্ডিয়ান আর্টের ঐতিহ্যকে ধরে রাখতে ও শিশু চিত্রশিল্পীদের ইন্ডিয়ান আর্টের সম্বন্ধে ধারণা দিতে কাকদ্বীপে ইন্ডিয়ান আর্ট পেইন্ট কনটেস্টের আয়োজন করলো সুন্দরবন আর্ট একাডেমি ইন্ডিয়ান আর্টের এই কর্মসূচি সুন্দরবনের প্রথম।

এ বিষয়ে সুন্দরবন আর্ট একাডেমীর প্রতিষ্ঠাতা তথা প্রধান শিক্ষক দেবরাজ বেরা জানান সুন্দরবন তথা আমাদের দেশ থেকে ইন্ডিয়ান আটটা হারিয়ে যাচ্ছে যার ফলে শিশু শিল্পীদের কাছ থেকে ইন্ডিয়ান আর্ট সম্বন্ধে ধারণাটা উঠে যাচ্ছে। ইন্ডিয়ান আর্টের এই ঐতিহ্যকে ধরে রাখতে ও শিশুদের ইন্ডিয়ান আর্টের ধারণা দিতে আমাদের এই কর্মসূচি।

সুন্দরবনের প্রথম এই কর্মসূচি গ্রহণ করা হলো। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্যামেল প্রফেসনাল আর্টিস্ট শুভশঙ্খ বনিক,ক্যামেল ম্যানেজার আর্টিস্ট জ্যোতির্ময় দাস।