বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে নিষেধাজ্ঞা জারি

বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাই কোর্ট। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দেয়।
যুব কংগ্রেসের আগামী ৫ অগাস্টের কর্মসূচি বড়সড় ধাক্কা খেল। আদালতের পর্যবেক্ষণ, এই সব কাজ সাধারণ মানুষের জীবনের উপর প্রভাব ফেলে তাই এই ধরনের কাজ না করাই উচিত। প্রধান বিচারপতি বলেন, রাজনীতি করতে হলে নির্দিষ্ট ফোরামে করুন।
বিচারপতিরা জানান, এটা জনস্বার্থ বিরোধী কর্মসূচি, কোনওভাবেই তা করতে দেওয়া যাবে না। প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, এতে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আর তা নিয়ে রাজ্য কিছু না করলে তা চিন্তার বিষয়। আর তার জেরেই বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিলের নির্দেশ দিল হাই কোর্ট।