শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রেশনে নিন্মমানের চাল,গম,বিক্ষোভ গ্রাহকদের

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৪, ২০১৮
news-image

 ডিলারের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার পালবাড়ীতে।ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং রেশন দোকানে তালা লাগিয়ে বন্ধ করে দেন। স্থানীয় খাদ্য দফতরে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। ঘটনার পর থেকেই উধাও রেশন দোকানের মালিক হরিপদ সামন্ত। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ “দিনের পর দিনে রেশন দোকানের ভালো চাল,গম বাইরের কালোবাজারে বিক্রি করে নিন্মমানের চাল,গম দিতো স্থানীয় বাসিন্দাদের। এদিন সকালে বালি কাঁকর ইঁদুরের মল মাটি মিশ্রিত চাল গম গ্রাহকদের কে দেওয়া হলে বেশ কয়েকজন সচেতন গ্রাহক প্রতিবাদে সরব হন। তা নিয়ে রেশন দোকানের মালিক হরিপদ সামন্তের সাথে বচসা বাধে।রেশন দোকান মালিক নানান অজুহাত খাড়া করে ঐ নিন্মমানের চাল গম নিতে গ্রাহকদের কে বাধ্য করালে দোকানের সামনে গ্রাহকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর ফাঁকেই দোকান মালিক পালিয়ে যায়।ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ঘটনার ব্যাপারে হরিপদ সামন্তের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন খাদ্য দফতর থেকে যে চাল গম দেওয়া হয় গ্রাহক কে সেইসব সামগ্রী দেওয়া হয়। আমার বিরুদ্ধ যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন। তবে তিনি পালালেন কেন প্রশ্ন করতেই তিনি ফোন কেটে দেন।

Attachments