শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রবিবাসরীয় সন্ধ্যায় কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

News Sundarban.com :
মে ২০, ২০১৮
news-image

রবিবাসরীয় সন্ধ্যায় কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। রবিবার সকালে পূর্ব বর্ধমান ও নদিয়ার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও সংলগ্ন গাঙ্গেয় বঙ্গে কালবৈশাখির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর ফলে রবিবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। ঝড়বৃষ্টি হতে দক্ষিণের অন্য জেলাগুলিতেও।
রবিবার সকালে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের ২ জেলায়। বৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান ও সংলগ্ন নদিয়ায়। বৃষ্টি হয়েছে রায়না, কালনা, কাটোয়া ও শান্তিপুরে।