শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের কি্ছু পণ্য এর জিএসটি কাঠামোয় পরিবর্তন হবেঃকেন্দ্রীয় অর্থমন্ত্রী

News Sundarban.com :
জানুয়ারি ১৮, ২০১৮
news-image

ফের কি্ছু পণ্য এর জিএসটি কাঠামোয় পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন ২৯টি পণ্য ও ৫৩টি পরিষেবার জিএসটি হার পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে বলে । বৃহস্পতিবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর জেটলি বলেন, আগামী ‘২৫ জানুয়ারি থেকেই কার্যকর হতে চলেছে এই সংশোধিত জিএসটি হার।’ আশা থাকলেও পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতায় আনা নিয়ে এদিনের বৈঠকে কোনও আলোচনা হয়নি। তবে আগামী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। জিএসটি রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া সরলীকরণ নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। তবে এব্যাপারে এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জেটলি বলেন, ”নন্দন নিলকেনি বিস্তারিত উপস্থাপনা পেশ করেছেন।” -২৪ঘন্টা