শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচন কমিশনের ঘোষণায় বিহার নির্বাচনে যেন হালি পানি পেল বিজেপি

News Sundarban.com :
অক্টোবর ৩১, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  বিনামূল্যে করোনা ভ্যাক্সিনে প্রতিশ্রুতি দেওয়ায় নির্বাচনী বিধিভঙ্গ হয়নি, নির্বাচন কমিশনের ঘোষণায় বিহার নির্বাচনে যেন হালি পানি পেল বিজেপি।
করোনার সংক্রমণ প্রতিরোধ করতে প্রতিষেধকের প্রয়োজন। এই নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে বিশ্বজুড়ে।
এখনও খুব ভালো ফল পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে বিহার বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ইস্তাহারে ছিল বিনামূল্যে প্রতিষেধক দেওয়ার কথা।
ইস্তাহারে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল, বিজেপি ক্ষমতায় আসলে রাজ্যবাসীর জন্য বিনামূল্যে ভ্যাক্সিনের ব্যবস্থা করবে সরকার।
এর পরই দেশজুড়ে বিতর্কের সূত্রপাত। যে ভ্যাক্সিন আবিষ্কার হয়নি তা দেখিয়ে মানুষকে কীভাবে প্রতিশ্রুতি দেওয়া যায়?
বিরোধীদের দাবি, এই প্রতিশ্রুতি নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর করার কথাও বলে বিরোধীরা।

এই বিষয়ে সমাজকর্মী সাকেত গোখলে আরটিআই করে বলেন, বিনামূল্যে প্রতিষেধক দেওয়ার কথা বলে নির্বাচনী আচরণবিধি ভেঙেছে বিজেপি।
পাল্টা নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, কোনও প্রতিশ্রুতি সংবিধান বিরোধী না হলে আদর্শ নির্বাচনী বিধিভঙ্গের আওতায় পরে না।
বিহার বিধানসভা নির্বাচনে বিনামূল্যে করোনা প্রতিষেধক দেওয়ার প্রসঙ্গে এই কথাই বলল নির্বাচন কমিশন।
নির্বাচন শুরুর কয়েকদিন আগে নির্বাচনী ইস্তাহার প্রকাশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ক্ষমতায় এলে সমস্ত বিহারবাসীকে বিনামূল্যে করোনা প্রতিষেধক দেওয়া হবে।
বিজেপির ওই ঘোষণার পরই এনিয়ে সরব হয় বিরোধী দলগুলি।