শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে সরকারি প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে আক্রান্ত চার তৃণমূল কর্মী

News Sundarban.com :
মার্চ ১৫, ২০১৮
news-image

সুভাষ চন্দ্র দাশ

সরকারি জল বিভাজিকা প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন চারজন। আহতদের মধ্যে দুজন সেচ দপ্তরের সরকারি আধিকারিক ও রয়েছেন। বাকি দুই আহত  তৃণমূল কর্মী। তৃণমূল কর্মী আমিরুল হালদার ও আজাহার উদ্দিন ঘরামীকে বন্দুকের বাঁট ও লাঠিোটা দিয়ে মারধোরের অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। এ বিষয়ে ইতিমধ্যেই অভিযুক্ত মোক্তার মোল্লা, ভুলু, কালো, নিয়ামতদের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে ক্যানিং থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার জেলার ক্যানিং থানার হাটপুকুরিয়ায়।
বুধবার দুপুর বারোটা নাগাদ সেচ দপ্তরের আধিকারিক তরুন হালদার ও কয়েকজন কর্মী স্থানীয় জল বিভাজিকা কমিটির সদস্যদের নিয়ে এলাকা পরিদর্শনে যাচ্ছিলেন। অভিযোগ সেই সময় স্থানীয় কয়েকজন দুষ্কৃতি তাদের পথ আটকায়। তৃণমূল কর্মী আমিরুল হালদার এই ঘটনার প্রতিবাদ করলে তার  উপরই ওই দুষ্কৃতিরা চড়াও হয়ে হামলা চালায়। অভিযোগ রড, লাঠি ও বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করা হয় তাদের। মারধোরের পাশাপাশি তৃণমূল কর্মী তথা জল বিভাজিকা প্রকল্পের দ্য আমিরুল হালদারের পকেট থেকে ২৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ও অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় রকারি আধিকারিকরা ামান্য জখম হলেও গুরুতর জখম হয়েছেন দুই তৃণমূল কর্মী। এলাকায় ন্ত্রা ছড়ানোর জন্যই অভিযুক্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবী আক্রান্তদের। এদের াথে সিপিএমের যোগ রয়েছে বলে ও দাবী করেছেন স্থানীয় ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মন্ডল। এ বিষয়ে পুলিশকে দ্রুত ব্যব্থা নেওয়ার নির্দেশ ও দিয়েছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।