শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গরিব কন্যাসন্তানদের জন্যই কলকাতায় প্রথম ডে বোর্ডিং স্কুল

News Sundarban.com :
সেপ্টেম্বর ১, ২০১৮
news-image

যারা চিরকাল বঞ্চিত, যারা রাজদরজার বাইরে থেকে স্কুলের জীবনকে দেখে এসেছে, যারা স্বপ্ন দেখে কিন্তু তা আদতে পূরণ হবে কি না তা জানানেই তাদের সেই স্বপ্ন করবে রাজ্য সরকার। যারা শিখতে চায় জানতে চেয়ে সমাজের র পাঁচটা মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে চেয়ে এবার এগিয়ে যাবার জন্য সাহায্যের পালা । কলকাতায় প্রথম ডে বোর্ডিং স্কুল চালু হতে চলেছে। মূলত গরিব কন্যাসন্তানদের জন্যই এই স্কুলটি চালু করা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র পারিষদ(শিক্ষা) অভিজিৎ মুখার্জি।

কলকাতা পৌরনিগমের ১ নম্বর ওয়ার্ডের কাশীশ্বরী স্কুলটি এর জন্য নেওয়া হয়েছে। সেখানেই মেয়েদের জন্য চালু করা হবে এই ডে বোর্ডিং স্কুল। স্কুল শুরু হবে সকাল ৮টায়। শেষ হবে সন্ধে ৬টায়। পড়াশোনার পাশাপাশি মেয়েদের খাবার এবং টিউশনও দেওয়া হবে। ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পঠন-পাঠনের সুযোগ থাকবে এখানে। দরিদ্র মা-বাবারা কাজে যাওয়ার আগে এখানে নিজেদের কন্যা সন্তানকে রেখে কাজে চলে যেতে পারবেন। বাড়ি ফেরার সময় তাঁরা সন্তানকে নিয়ে যাবেন।অভিজিৎ মুখার্জি বলেন, “সম্পূর্ণ বিনামূল্যে এখানে বাচ্চাদের পড়ানো হবে। এমন অনেক মেয়ে আছে যাদের মায়েরা অন্যের বাড়িতে কাজ করে। এদিকে, বাড়িতে বাচ্চা মেয়েকে একা রেখে কাজে গিয়েও শান্তি পান না। তবে এই স্কুল চালু হয়ে গেলে বাচ্চাকে এখানে রেখে অনায়াসেই কাজে যেতে পারবেন তাঁরা। স্কুলের পড়ার পাশাপাশি তাদের টিউশন ও খাবার দেওয়া হবে। মূলত গরিবদের কথা চিন্তা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া আর্থিকভাবে স্বচ্ছল পরিবারে বাচ্চারাও এখানে থাকতে পারবে। কারও থেকেই কোনও পয়সা নেওয়া হবে না। এই প্রকল্পটি সফল হলে আগামী দিনে আরও কয়েকটি ডে বোর্ডিং স্কুল চালু করার সম্ভাবনা আছে।”