শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ মহাপঞ্চমী , উৎসবে মাতোয়ারা রাজ্যবাসী

News Sundarban.com :
অক্টোবর ১৪, ২০১৮
news-image

বছর পর “মা” এসেছেন ঘরে। আজ মহাপঞ্চমী , উৎসবে মাতোয়ারা রাজ্যবাসী। উৎসব মুখর মহানগরীর কি আর তর সয়! বাঙালির দুর্গাপুজো এখন দ্বিতীয়া থেকেই শুরু হয়ে যায় ৷ তার উপর বর্ষাসুরের রক্তচক্ষুর আশঙ্কায় আগেভাগেই প্যান্ডেলে হপিংয়ে বেরিয়ে পড়েছে ১৫ থেকে ৫০ ৷ থিম ও সাবেকিয়ানার লড়াই জমজমাট ৷ উত্তর থেকে দক্ষিণ শারদ সাজে মহানগরী ৷ মণ্ডপে-মণ্ডপে ঠাকুর দেখার ভিড় ৷ মহালয়া মানেই তো দেবীর মর্ত্যে আগমন ৷ তাই মহালয়া থেকেই শুরু হয়ে গিয়েছে মেগা পুজোর উদ্বোধন ৷ মহানগরীর প্রতি মেন রোড থেকে অলিগলি, আলোকসজ্জায় সবই এখন পার্কস্ট্রিট ৷ কোথাও বিশাল আলোর গেটে গল্পের ঝুলি খুলে বসেছে ঠাকুমা, কোথাও আবার ছোটা ভীমের কসরত ৷ প্যান্ডেলে প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের টাচআপ ৷ তাই সাধারণ মানুষের অপেক্ষর বাঁধ বোধনের আগেই ভেঙেছে।