বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বাসন্তী বাজারের সচ্ছতা ফিরিয়ে আনতে পথে নামলেন বিডিও

News Sundarban.com :
ডিসেম্বর ২৭, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি, বাসন্তী : সুন্দরবনের ঐতিহ্যবাহী হোগল নদীর তীরে গড়ে উঠেছে বাসন্তী বাজার।বাজারেই রয়েছে ২০০০ এর অধিক ছোটবড় দোকান।প্রতিদিনই হাজার হাজার লোকের সমাগম হয়।এছাড়াও সুন্দরবন ভ্রমণের লক্ষ লক্ষ পর্যটকরা বাসন্তী থেকেই রওনা দেন সুন্দরবনের উদ্দেশ্যে।বর্তমানে বাসন্তী বাজারের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ।যত্রতত্র প্লাস্টিক ময়লা-আবর্জনায় ভরপুর। দুর্গন্ধ ও ছড়াচ্ছে।বাজারের মধ্যে থেকে সাধারণ মানুষ যাতায়াত করতে অসুবিধায় পড়েন।এছাড়াও বর্ষায় জল জমে যায়।বাজারের মেন রোডের উপর ছোট বড় ব্যবসায়ীরা পরসা সাজিয়ে বসেন। পাশাপাশি কোন মুমূর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় যানজটের কারণে।বাসন্তী বাজারের স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং যানজট মুক্ত করতে ১৯ ডিসেম্বর এক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব,পুলিশ প্রশাসন থেকে বাসন্তী বাজারের সমস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় সাধারণ মানুষের সুবিধার্থে এবং সুন্দরবনের বাসন্তী ব্লকের ঐতিহ্য ফিরিয়ে আনতে সমস্ত রকম কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাসন্তী বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে ফুটপাত দখল মুক্ত করার জন্য ব্যবসায়ীদের কে স্বইচ্ছায় সরে যাওয়ার জন্য বুধবার মাইকিং করে সচেতনতার প্রচার করা হয়।এদিন মাইকিং প্রচারে উপস্থিত ছিলেন বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার,বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মন্ডল,বাসন্তী ব্লক তৃণমূল নেতা রাজা গাজী,মন্টু গাজী,বাসন্তীর পঞ্চায়েত সমিতির সদস্য তাপস মন্ডল,কামালউদ্দিন লস্কর,শ্রীদাম মন্ডল সহ বাসন্তী থানার পুলিশ প্রশাসন।এদিন সকাল থেকে প্রায় দুপুর একটা পর্যন্ত বাসন্তী বাজারের ব্যবসায়ীদের কে সচেতন করে ফুটপাথ ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।পাশাপাশি বাসন্তী বাজারের বেশকিছু ব্যবসায়ী মাদক ব্যবসার সাথে জড়িত। তাদেরকে ও সতর্ক করা হয়। তবে সতর্ক করার আগেই পালিয়ে যায় বেশকিছু মাদক ব্যবসায়ীরা।

ঘটনা প্রসঙ্গে বাসন্তী ব্লক নেতা রাজা গাজী জানিয়েছেন, ‘জনস্বার্থে এবং বাসন্তীর ঐতিহ্য ফিরিয়ে আনতে ব্যবসায়ীদের কে ফুটপাথ দখল মুক্ত করা জন্য অনুরোধ করা হয়েছে।এক সপ্তাহের মধ্যে সেটা করতে হবে সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে।’

তৃণমূল নেতা মন্টু গাজী জানিয়েছেন, ‘জনস্বার্থে উন্নয়ণ করতে এবং বাসন্তী বাজারের ঐতিহ্য ফিরিয়ে সুস্থ পরিবেশ গড়ে তোলার জন্য কোন কিছুরই সাথে আপোস করা হবে না সে বিষয়ে ব্যবসায়ীদের কে সতর্ক করা হয়েছে। ’

বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার জানিয়েছেন, ‘সাধারণ ব্যবসায়ীরা যাতে ফুটপাত দখল করে ব্যবসা না করেন তারজন্য সতর্ক করা হয়েছে এবং আগামী ৭ দিনের মধ্যে ফুটপাথ দখল মুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে।’

বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল জানিয়েছেন, ‘বাসন্তী বাজারে যানজট মুক্ত করার জন্য এবং ফুটপাথ দখল করে অবৈধ ব্যবসা করার জন্য সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের ফুটপাথ ছেড়ে ব্যবসা করার জন্য অনুরোধ করা হয়েছে।পাশাপাশি বাসন্তী বাজারে যাতে করে কোন প্রকার অবৈধ ব্যবসা না হয় সেটা দেখার জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।’