শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাবাকে পিটিয়ে খুন

News Sundarban.com :
এপ্রিল ২৬, ২০১৮
news-image

জোর পূর্বক সম্পত্তি লিখিয়ে নিতে চাইলে রাজী না হওয়ায় প্রথম পক্ষের স্ত্রীর ছেলেদের হাতে খুন হতে হল বলে দ্বিতীয় স্ত্রীর অভিযোগ।ছেলের হাতে বাবা খুনের এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগণা জেলার  জীবনতলা থানার আঠারোবাঁকির গাব্বুনি  সোওয়াখালি কামারপাড়া গ্রামে। মৃতের নাম এব্রাহিম গাইন(৬০)।দ্বিতীয় পক্ষের স্ত্রী খাদিজা গাইনের অভিযোগের ভিত্তিতে জীবনতলা থানার পুলিশ মৃতের প্রথম পক্ষের স্ত্রীর দুই ছেলে  ইসমাইল গাইন ও আশরাফ আলি গাইন কে জিঞ্জাসাবাদের জন্য আটক করেছে।অপরদুই ছেলে ঘটনার পর থেকে পলাতক। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে জীবনতলা থানার পুলিশ।
এব্রাহিম গাইনের দ্বিতীয় স্ত্রী খাদিজা গাইন বলেন “আমার স্বামী কিছু সম্পত্তি প্রথম পক্ষের স্ত্রীর ছেলেরা প্রায়ই চাপ সৃষ্টি করতো লিখিয়ে নেওয়ার জন্য।লিখে দিতে রাজী না হওয়ায় আমার কাছেই আমার স্বামী থাকতো। পাশেই অামার সতীন ও তার ছেলের থাকতো।   গতকাল রাত সাড়ে এগারোটায় আমার স্বামী বাইরে যায় শৌচকর্মের জন্য। সেই সময় সতীনের প্রথম পক্ষের স্ত্রী মোমজান ও তার চার ছেলে আশরাফ আলি,ইসমাইল,ইছাহক,ইউনুছ চক্রান্ত করে  আমার স্বামীকে পুকুর পাড়ে ফেলে বাঁশ,লাঠি দিয়ে প্রচন্ডহারে ব্যাপক মারধোর করে।আসতে দেরী হওয়ায় ঘরের বাইরে বেরিয়ে দেখি আমার স্বামী কে মেরে অঞ্জান করে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমাকে দেখে আমারও মারার জন্য আসলে আমি বাড়ীর মধ্যে ঢুকে যাই। পরিবারের অন্যান্য সদস্যদের জানালে তারা আমার স্বামীকে অঞ্জান অবস্থায় উদ্ধার করে মঠেরদিঘী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে। তিনি আরো বলেন ওদের যেন কঠোর শাস্তি হয়।”
এলাকায় এমন ঘটনা ঘটায় ব্যাপক উত্তজনা রয়েছে।