রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইডির পাঠানো নোটিস বেআইনি, মন্তব্য কেজরিওয়ালের

News Sundarban.com :
নভেম্বর ২, ২০২৩

ইডি তাঁকে হাজিরা দেওয়ার জন্য যে নোটিশ পাঠিয়েছিল, সেই নোটিশকে ‘বেআইনি’ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ইডি-র নোটিশের প্রেক্ষিতে কেজরিওয়াল বৃহস্পতিবার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, “সমন নোটিশটি বেআইনি এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

নোটিশটি বিজেপির নির্দেশে পাঠানো হয়েছিল। আমি যাতে চারটি রাজ্যে নির্বাচনী প্রচারে যেতে পারি না তা নিশ্চিত করার জন্য নোটিশ পাঠানো হয়েছিল।” ইডি-র কাছে লিখিতভাবে কেজরিওয়াল আর্জি জানিয়েছেন, অবিলম্বে নোটিশটি প্রত্যাহার করা উচিত।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবারই ইডি-র দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল কেজরিওয়ালের। তার আগে এদিন সকালে ইডি-র কাছে তিনি অনুরোধ জানালেন, নোটিশ যেন প্রত্যাহার করে নেওয়া হয়। এদিকে, এদিন সকাল থেকেই দিল্লিতে ইডি-র দফতরের বাইরে ছিল কড়া নিরাপত্তা।