বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অসমে ১২ ঘণ্টা বন্ধে বিপর্যস্ত জনজীবন

News Sundarban.com :
অক্টোবর ২৩, ২০১৮
news-image

নাগরিকত্ব বিলের প্রতিবাদে ডাকা অসমে ১২ ঘণ্টা বন্ধে বিপর্যস্ত জনজীবন। ট্রেন অবরোধ, রাস্তায় টায়ার জ্বালানো, পুলিসের সঙ্গে ধস্তাধস্তি-সহ বিক্ষোভের একাধিক ছবি দেখা গিয়েছে গুয়াহাটির বিভিন্ন জায়গায়। কেন্দ্রের নাগরিকপঞ্জির সংশোধনী বিল আনার বিরোধিতা করে এই বন্ধ ডেকেছে ৪৬টি সংগঠন। নৈতিক সমর্থন রয়েছে রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং এআইইউডিএফ-এর।পুলিস জানিয়েছে, রেল লাইনে বসে বেশ কিছু ক্ষণ বিক্ষোভ দেখায় বন্ধ সমর্থনকারীরা। পরে পুলিসি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা দেওয়া হয়। বন্ধ রুখতে কঠোর পদক্ষেপ করতে দেখা গিয়েছে বিজেপি সরকারকে। স্কুল, অফিস, দোকানপাট খোলায় যাতে কোনও ভাবে ব্যাহত না হয়, সে ক্ষেত্রে কড়া নজরদারি রাখছে প্রশাসন। সোমবার, রাজ্যের অর্থ এবং স্বাস্থ্যমন্ত্রী হিমান্ত বিশ্বাস জানিয়েছেন, ইতিমধ্যে বন্ধকে বেআইনি ঘোষণা করেছে গুয়াহাটি হাইকোর্ট। তাই, ৪৬টি সংগঠনের ডাকা এই বন্ধকে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।