শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সামাজিক দুরত্ব বজায় রেখে মাদ্রাসায় খাদ্য সামগ্রী বিতরণ 

News Sundarban.com :
এপ্রিল ২৬, ২০২০
news-image

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং – সুন্দরবনে প্রত্যন্ত পিছিয়েপড়া বাসন্তী ব্লকের চুনাখালি এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষিণ দক্ষিন ২৪ পরগনা জেলার খেড়িয়া  সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ দেওয়া হল।   ছোলা,চিনি,আলু,চাল,পিয়াজ,তেল, সহ পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী ৭৬০ টি পরিবারের হাতে তুলে থেওয়া হয়।রবিবার এমন ত্রাণ বিতরণে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাকিম , মাওলানা শরীফ হোসেন, আলহাজ্ব সুন্নত মীর, বাসন্তী চুনাখালী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার মাওলানা আনোয়ার হোসেন কাসেমী। আনোয়ার হোসেন কাসেমী বলেন করোনা দুর্গত মানুষের সামাজিক দুরত্ব বজায় রাখতে মাঠের মধ্যে ৩ মিটার দূরত্বে দাগ কেটে দিয়ে সেখানেই খাদ্য সামগ্রী রেখে দিয়েছিলাম।  যাতে করে কোন মানুষের হাতে সংষ্পর্শ না হয়।তারপর সকলের হাতে তুলে দিতে অনেকটা সময় লেগে যাবে।মানুষজন নিজ নিজ দুরত্ব রেখে খাদ্যসামগ্রী তুলে নেন।  সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় দিন আনা দিন খাওয়া মানুষজন খুবই সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন।বিগত দিন থেকে পর্যন্ত প্রায় তিন হাজারের বেশি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পেরেছি।  আরো কয়েক শ মানুষের খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি।