রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জৈব সারের উপর জোর দিলেন পঞ্চায়েত প্রধান

News Sundarban.com :
অক্টোবর ৮, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি, গোসাবা – প্রত্যন্ত গোসাবা ব্লকের শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত রয়েছে।পঞ্চায়েত এলাকার অধিকাংশ মানুষজন কৃষি কাজের উপর নির্ভরশীল।চাষ-আবাদ করার জন্য গ্রামের মানুষ রাসায়নিক সারের উপরেই নির্ভরশীল।বর্তমানে রাসায়নিক সারের বাজার অগ্নিমূল্য।

সেক্ষেত্র গ্রামের একজন কৃষক চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করে লাভবান হতে পারেন না।এলাকার কৃষকরা যাতে করে জৈবসারের প্রতি আগ্রহ এবং ব্যবহার করে লাভবান হতে পারেন,সেই লক্ষ্যমাত্রা নিয়ে চাষীদের পাশে দাঁড়ালেন শম্ভুনগর পঞ্চায়েত প্রধান। কৃষকদের সাহায্যে পঞ্চায়েত এলাকার বেলতলি বাজারে শুরু হল ভার্মিকম্পোষ্ট।যেখানে পচনশীল বস্তু কে বৈজ্ঞানিক উপায়ে জৈব সার করা হবে।সম্প্রতি বেলতলি বাজারে ভার্মিকম্পোস্টের আনুষ্ঠানিক সূচনা করেন শম্ভুনগর পঞ্চায়েত প্রধান সুলতা প্রামাণিক।বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত উপপ্রধান বরুণ প্রামাণিক(চিত্ত)।

ভার্মিকম্পোস্ট উদ্বোধনের পর পঞ্চায়েত উপপ্রধান জানিয়েছেন, ‘ভার্মিকম্পোস্ট হওয়ায় একদিকে যেমন চাষীরা উপকৃত হবেন,অপর দিকে বৃহৎ বেলতলি বাজার এলাকায় ময়লা আবর্জনা থাকবে না। পরিষ্কার পরিচ্ছন থাকবে।’