শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রেনে চাপতে গেলে স্বাস্থ্যবিধি সুরক্ষার জন্য মানতে বেশকিছু বিধিনিষেধ

News Sundarban.com :
নভেম্বর ১০, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  রাত পোহালেই দীর্ঘ প্রায় আট মাস পর লোকাল ট্রেন চলাচল শুরু করবে।করোনা মহামারী সংক্রমণের হাত থেকে পরিত্রাণ পেতে এবং সাধারণ নিত্যযাত্রীদের নিরাপত্তার বিষয়ে জোর দিয়েছে রেল দফতর।

দীর্ঘ প্রায় আটমাস পর বুধবার সূর্য্যদয়ের আগেই প্রায় প্রতিটি ষ্টেশন থেকে থেকে শুরু হবে ট্রেন চলাচল। নিত্যযাত্রীর মধ্যে খুশির হাওয়া। তবে ট্রেনে চাপতে গেলে স্বাস্থ্যবিধি সুরক্ষার জন্য মানতে বেশকিছু বিধিনিষেধ।দূরত্ব বিধি বজায় রেখেই বসতে হবে ট্রেনে। মাস্ক অবশ্য মুখে থাকা জরুরী। তারপর স্যানিটাইজার।পাশাপাশি ষ্টেশনে প্রবেশ কিংবা প্রস্থানের জন্য নির্দিষ্ট পথে যাতায়াত করতে হবে।

যাত্রী সাধারণের জন্য এমনই সব বিধি নিষেধ জারী করেছে রেলদফতর। তবে সাধারণ নিত্য যাত্রীরা নিজেদের সুরক্ষার স্বার্থে কি ভাবে রেলের বিধিনিষেধ মেনে চলেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন!