শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বারুইপুরে ২৫ কোটি টাকার সাপের বিষ উদ্ধার ,গ্রেফতার ৭

News Sundarban.com :
ডিসেম্বর ২২, ২০১৭
news-image

সুভাষ চন্দ্র দাশ:
২৫ কোটি টাকার সাপের বিষ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরের কল্যাণপুরে। । এদিন গোপন সুত্রে খবর পেয়ে কেন্দ্রীয় সংস্থা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। ঘটনায় জড়িত সাত ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো সুত্রে জানা গেছে প্রথমে ক্রেতা সেজে বারুইপুর থানার কল্যানপুর এলাকার বাসিন্দা অজিতেশ চ্যাটার্জীর বাড়ীতে দরদামে রফা শুরু করে বারুইপুর থানার পুলিশ। পরে বিষের নমুনা দেখালেই ধরে ফেলেন অজিতেশ কে।তার বাড়ী থেকে ২৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার হয়। এরপর অজিতেশ কে নিয়ে ফাঁদ পেতে ঘটনায় যুক্ত আরো ছয়জন কে গ্রেফতার করে পুলিশ। ছয়জন হল আনারুল লস্কর,শঙ্কর প্রসাদ বারুই,প্রভাস সর্দার,বাপীলস্কর,জাকীরলস্কর,অরবিন্দ ধাড়া। এরা সকলেই দক্ষিণ ২৪ পরগণা জেলারমগরাহাট,জয়নগর এলাকার বাসিন্দা। উল্লেখ্য গত সেপ্টেম্বর মাসে উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত এলাকা থেকে সিঅাইডি ১০০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করে এবং তিনজন কে গ্রেফতার করেছিল। তাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা নজর রাখছিলেন দুষ্কৃতিদের উপর।এদিন গোপন সুত্রে খবর পেয়েই বারুইপুর থানার পুলিশ এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম ব্যুরোর আধিকারিকরারা ৬টি জারে রাখা ২৫ কোটি টাকার সাপের বিষ সহ সাতজন দুষ্কৃতিদের গ্রেফতার করে ।অাজ শুক্রবার ধৃতদেরকে আদালতে তোলা হবে।