বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কসবায় স্কুলের ৫ তলার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

News Sundarban.com :
সেপ্টেম্বর ৪, ২০২৩
news-image

প্রজেক্ট জমা দিতে না পারায় মানসিক চাপ, কসবায় স্কুলের ৫ তলার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু। সোমবার বিকেলের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কসবার রথতলা এলাকায়। ছাত্রের নাম শেখ শান। কসবার এক বেসরকারি স্কুলের দশম শ্রেণির পড়ুয়া শেখ শান। সোমবার তার প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল। প্রজেক্টের খাতা এদিন শেখ শান  নিয়ে যায়নি। যার জেরে ক্লাসের দুই শিক্ষিকা তাকে বকাঝকা করেন বলে খবর। কান ধরে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল শেখ শানকে। এরপর সে ক্লাস থেকে বেরিয়ে যায় বলে পরিবারের দাবি।

 

এ দিন দুপুর নাগাদ আচমকাই পাঁচতলা থেকে পড়ে যায় শেখ শান, মুখ কান নাক থেকে গলগল করে রক্ত বের হতে শুরু করে। দ্রুত তাকে উদ্ধার করে কলকাতার নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।