শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সারা রাজ্যে পালন করা হল স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্মজয়ন্তী

News Sundarban.com :
জানুয়ারি ১৩, ২০১৮
news-image

সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়াতেও যথাযোগ্য মর্যাদায় স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্মজয়ন্তী পালন করা হল৷ প্রভাতফেরি, বিবেকানন্দ প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা, গান-গল্প কবিতা-নাটক, বস্ত্রদান, পঙক্তি ভোজনের আয়োজন করা হয়েছিল৷

জেলার বাইশটি ব্লক প্রশাসনের উদ্যোগে বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে এদিন আলাদা আলাদাভাবে ‘বিবেক চেতনা উৎসব’ অনুষ্ঠিত হয়৷ জয়পুর ও কোতুলপুরে ব্লক প্রশাসনের এই উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণ প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা৷

সিমলাপাল ব্লক প্রশাসনের উদ্যোগে ও বিক্রমপুর বাপুজী সংঘের ব্যবস্থাপনায় বিবেক চেতনা উৎসবে হাজির ছিলেন বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুরজিৎ পতি, ব্লক যুব কল্যাণ আধিকারিক শিশির কুমার মিশ্র প্রমুখ৷ সকালে এলাকার ছাত্র ছাত্রীদের প্রভাতফেরি ও পরে বাপুজী সংঘ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷ বাপুজি সংঘের পক্ষে সুব্রত চক্রবর্তী বলেন, ‘‘বিবেকানন্দকে মমনে, চিন্তনে ও কর্মে অনুভব করার সময় এসেছে৷ বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত আমরা ক্লাব সদস্যরা প্রতিবছর বিবেকানন্দ জন্মজয়ন্তী পালন করি৷’’