শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মালয়েশিয়া উপকূলে নৌকা ডুবে ২৪ রোহিঙ্গার মৃত্যু

News Sundarban.com :
জুলাই ২৭, ২০২০
news-image

মালয়েশিয়া উপকূলে নৌকা ডুবে ২৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করেছে মালয়েশিয়ান কোস্টগার্ড। নৌকাডুবির কারণ এখনও স্পষ্ট নয়। তবে উদ্ধারকৃত যুবককে জেরা করে কারণ জানার চেষ্টা চলছে। খবর রয়টার্স, এনডিটিভির।

মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশের কোস্টগার্ড প্রধান মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, লাংকাওয়ি দ্বীপের উপকূলের কাছে ওই নৌকার যাত্রী, ২৭ বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাড়া ওই নৌকায় আরও ২৪ জন ছিলেন। কিন্তু তাদের কোনও খোঁজ এখনও পর্যন্ত মেলেনি।

মালয়েশিয়ার উপকূলরক্ষী বাহিনী দুটি এয়ারক্রাফট ও দুটি বোট নিয়ে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও মৃতদেহ উদ্ধার হয়নি। কোস্টগার্ড প্রধানের দাবি, পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই অবৈধ অভিবাসনপ্রত্যাশী রোহিঙ্গা যুবক ডুবন্ত নৌকা থেকে লাফ দেন। তাতে আরও ২৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কেবল ওই যুবকই সাঁতরে উপকূলে পৌঁছাতে সক্ষম হন।