শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আজও রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

News Sundarban.com :
এপ্রিল ১০, ২০১৮
news-image

সকাল থেকে রোদের তেজ থাকলেও সন্ধের পর থেকেই একেবারে উল্টে যায় আবহাওয়া ৷ ৫০-৬০ কিমি বেগে ঝড়ের সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি ৷ গত কয়েকদিনের প্রচন্ড গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে রাজ্যবাসী ৷
আজও রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আগামী চব্বিশ ঘণ্টায় উঃবঙ্গের ৫ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
সেইসঙ্গে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। রাজস্থান থেকে অসম পর্যন্ত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এছাড়া, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু রাজ্যে ঢুকে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে।