তৃণমূল নেতাদের গাছে বেঁধে ‘উত্তম মধ্যম’ দেওয়ার নিদান বিজেপি নেতার

এলাকায় এলে তৃণমূল নেতাদের গাছে বেঁধে ‘উত্তম মধ্যম’ দেওয়ার নিদান দিয়ে ফের বিতর্কে বিজেপি নেতা বিকাশ ঘোষ। বিজেপির জেলা কমিটির সদস্য ও বাঁকুড়া ১নং মন্ডলের প্রাক্তন সভাপতি বিকাশ ঘোষ এর আগেও প্রকাশ্যে এরকম মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন। বিজেপি নেতার এই ধরণের মন্তব্যে সোচ্চার তৃণমূল। জেলা বিজেপি নেতৃত্বের সাফাই, এই কথা আসলে ক্ষোভের বহিঃপ্রকাশ।
কেন্দ্রের বিজেপি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে রবিবার বিকালে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার চার নম্বর মণ্ডলের উদ্যোগে পুয়াবাগানে এক জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা, জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল সহ দলের অন্যান্য জেলা নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির জেলা কমিটির সদস্য বিকাশ ঘোষ। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের কর্মীদের উদ্যেশ্যে বিকাশ ঘোষ বলেন, তৃণমূল নেতারা হুমকি বা ধমক চমক দিতে এলে তাঁদের গাছে বেঁধে ভাল করে উত্তম মধ্যম দিন। তারপর তাঁদের হাসপাতালে পাঠিয়ে দিন। আমাদের বিধায়ক বসে আছেন। তিনি সুপারিশ করে দেবেন।