সোনারপুরের সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে ১০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

এবার সোনারপুরে সমবায় দুর্নীতির অভিযোগ উঠল।সোনারপুরের লাঙলবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে ১০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ।কামালগাজি-বারুইপুর বাইপাস অবরোধ করে গ্রামবাসীরা, বিক্ষোভকারীরা ইডি-সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
গত ফেব্রুয়ারি মাসে গন্ডগোলের বিষয়টি নজরে আসে। লক্ষ্মী ভাণ্ডারের টাকাও মিলছে না বলে অভিযোগ উঠেছে।বিক্ষোভকারীরা আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে।এবিষয়ে সমবায় দফতর, বিডিও, এসপি বারুইপুর, স্থানীয় তৃণমূল বিধায়ককে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ।
এ নিয়ে তবে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক কাটাছেঁড়া। সিপিএম’র দাবি অনুযায়ী, তৃণমূল এর সঙ্গে জড়িত।চলতি সপ্তাহেই আলিপুরদুয়ার মহিলা সমবায় সমিতি দুর্নীতিতে সিবিআই ও ইডি- তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।