মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝাঁঝালো গ্যাসে দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি, তীব্র আতঙ্ক

News Sundarban.com :
নভেম্বর ২১, ২০২২
news-image

কারও মুখে মাস্ক, কেউ আবার মুখ ঢেকেছেন রুমালে। তীব্র আতঙ্ক দক্ষিণ ২৪ পরগনার কামালগাজিতে। ঘড়িতে তখন পাঁচটা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। কামালগাজিতে ঠান্ডা পানীয় কারখানায় তখনও কাজ চলছে পুরোদমে।

আচমকাই ঝাঁঝালো গ্যাসে ভরে যায় চারপাশ! বেজে ওঠে সাইরেন। কারখানা যাঁরা কাজ করছিলেন, তাঁদের তড়িঘড়ি বাইরে করে বের করে দেওয়া হয়। এদিকে কারখানার আশেপাশে ততক্ষণে গ্যাসে ঝাঁঝে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। বাদ যাননি কারখানার শ্রমিকরাও।  চোখ ঝাপসা, সঙ্গে শ্বাসকষ্ট!  খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪ ইঞ্জিন। সঙ্গে মেডিক্যাল টিমও।

শেষ খবর অনুযায়ী, যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।  ঘটনাস্থলে চলে এসেছেন বারুইপুরের মহকুমাশাসক, বিধায়ক, পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর। অসুস্থ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।   -zee24