বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নোয়াপাড়া বিধানসভা ভোটকেন্দ্র গেরুয়া-সবুজ

News Sundarban.com :
জানুয়ারি ২৯, ২০১৮
news-image

টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আজ সকালে শুরু হল নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। সকাল ৭টা থেকেই শুরু হয়েছে ভোট গ্রহন পর্ব ৷ শেষ পর্যন্ত কোন প্রার্থী শেষ হাসি হাসলেন, তা অবশ্য জানা যাবে ১ ফেব্রুয়ারি ভোট গণনার পরই৷ রাজনৈতিক মহলের মতে, আদতে এই উপ-নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত ভোটের সেমি ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে৷ আগামীদিনে বাংলায় কার প্রভাব কতখানি বজায় থাকবে তাও এই দুটি নির্বাচন থেকে অনেকখানি স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে৷তৃণমূল বনাম গেরুয়া শিবির, নিজের ঝুলিতে কে কতখানি ভোট বাড়াতে সক্ষম হলেন, সেদিকেও কড়া নজর রাখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷
ইতিমধ্যে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ গতকাল থেকেই নোয়াপাড়ায় মোতায়েন রয়েছে ৫ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী৷ অন্যদিকে উলুবেড়িয়া লোকসভার উপ নির্বাচনে মোতায়েন করা হয়েছে ৩০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী৷ কমিশনের তরফে নোয়াপাড়ার ২৭৩ টি বুথকেই স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ বুথকে অতি স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে৷
উলুবেড়িয়ার ভোটের লড়াইয়ে মোট ন’জন প্রার্থী থাকলেও তৃণমূলের সাজিদা আহমেদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভবনা বিজেপি প্রার্থী অনুপম মল্লিকের৷
অন্যদিকে নোয়াপাড়ার চতুর্মুখী লড়াইয়ে তৃণমূলের সুনীল সিংয়ের পাশাপাশি রয়েছেন বিজেপি-র সন্দীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের গৌতম বোস ও সিপিএণের গার্গী চট্টোপাধ্যায়। নোয়াপাড়ার কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষ ও উলুবেড়িয়ার তৃণমূল সাংসদ সুলতান আহমেদের অকাল প্রয়াণের জেরেই সংশ্লিষ্ট দুটি কেন্দ্রে হচ্ছে এই অকাল ভোট৷