শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উড়োজাহাজের চাকায় বসে দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসে পাড়ি

News Sundarban.com :
জানুয়ারি ২৪, ২০২২
news-image

উড়োজাহাজের চাকায় বসে দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসে পাড়ি দিয়েছেন এক ব্যক্তি। ডাচ মিলিটারি পুলিশ জানিয়েছে, উড়োজাহাজের নোজ হুইল সেকশন থেকে তারা সেই ব্যক্তিকে উদ্ধার করেছেন।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে নেদারল্যান্ডসের আমস্টারডামে যেতে একটি কার্গো ফ্লাইটের সময় লাগে গড়ে ১১ ঘণ্টা। এক ব্যক্তি উড়োজাহাজের চাকায় চড়ে দীর্ঘ ওই পথ পাড়ি দিয়েছেন।

তবে ওই ব্যক্তির নাম–পরিচয় এখনো প্রকাশ করেনি নেদারল্যান্ডসের পুলিশ। রয়াল ডাচ্‌ মিলিটারি পুলিশের মুখপাত্র জোয়ানে হেলমন্ডস বলেন, ‘উড়োজাহাজের নোজ হুইল সেকশনে যে ব্যক্তিকে পাওয়া গেছে, তিনি জীবিত রয়েছেন। আমরা তাকে হাসপাতালে নিয়েছি। তার অবস্থা স্থিতিশীল।’