দিঘায় বেড়াতে এসে সমুদ্রে ডুবে মৃত্যু হল এক কলেজ ছাত্রের

দিঘায় বেড়াতে এসে সমুদ্রে ডুবে মৃত্যু হল এক কলেজ ছাত্রের। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অরিন্দম দে (১৯)। আশঙ্কাজনক অবস্থায় বছর ১৯-এর তারকেশ্বর বিশ্বাসকে দিঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার হুগলির তারকেশ্বর থেকে রিজার্ভ বাসে করে একটি পর্যটকের দল দিঘায় বেড়াতে আসে। সন্ধ্যায় দুই বন্ধু অরিন্দম ও তারকেশ্বর সমুদ্রে স্নান করতে নামে। অমাবস্যার কোটালে গতকাল সকাল থেকেই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। স্নান করতে নেমে দু’জনেই তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন আশপাশের লোকজন। পৌঁছোয় পুলিশও। তারকেশ্বরকে উদ্ধার করে দিঘা হাসপাতালে পাঠানো হয়। তবে খোঁজ মিলছিল না অরিন্দমের। বুধবার সকালে ওল্ড দিঘার হাসপাতাল ঘাটে অরিন্দমের দেহ ভেসে ওঠে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। এদিকে, হাসপাতালে ভর্তি তারকেশ্বরের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।