মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গাছ সচেতনভাবে আচরণ করে- এমন কথা শুনে রীতিমতো বিস্মিত অনেকে

News Sundarban.com :
সেপ্টেম্বর ২, ২০২০
news-image

গাছও গণনা করতে পারে। গাছেরও হিসাব-নিকাশের প্রয়োজন হয়। পরিস্থিতি অনুযায়ী উদ্ভিদ সিদ্ধান্ত গ্রহণ, ঘটনা স্মরণে রাখা এবং তারা তাদের স্বজনও শনাক্ত করে যোগাযোগ করতে পারে বলে দাবি করেছেন গবেষকরা।

ইতালির ইউনিভার্সিটি অব পাডুকার অধ্যাপক আমবার্তো ক্যাসটিয়েলো বলেন, গাছ সচেতনভাবে আচরণ করে- এমন কথা শুনে রীতিমতো বিস্মিত হন অনেকে। তবে বেশকিছু গবেষণার ফল বলছে, গাছের সচেতনতা বা জ্ঞানভিত্তিক আচরণ করার ক্ষমতা রয়েছে।

তিনি বলেন, ভেনাস ফ্লাইট্র্যাপ নামের গাছটির মাছি ধরার কৌশল নিয়ে গবেষণা হয়েছে। দেখা গেছে, একটি মাছি বা কীট তাদের ফাঁদের কাছে যাওয়ার আগে কাণ্ডের ওপর দিয়ে ঠিক কত কদম হেঁটেছে বা কত সময় নিয়েছে তা স্মরণ রাখতে পারে এই উদ্ভিদ। পরেরবার এই গাছ একই বা অন্য কীটের ক্ষেত্রে আগেরটির কদম ও সময় গণনা করে এবং কীটটিকে ফাঁদে ফেলে। ২০ সেকেন্ডের মধ্যে দ্বিতীয়বার আক্রমণের ক্ষেত্রে এমনটি হয়েছে বলে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন। এর মানে হলো, এই উদ্ভিদ তার আগের সংকেত বা প্রথম আক্রমণের ঘটনা স্বল্প সময়ের জন্য মনেও রাখতে পারে।