মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অবসান হল বন্দির খেলার

News Sundarban.com :
এপ্রিল ১৩, ২০১৮
news-image

দেড় মাস ধরে ৩ জেলায় বাঘ বন্দির খেলা। বাঘ ধরতে কখনও খাঁচা পাতা হয়েছে, কখনও আবার ড্রোন উড়িয়ে চলেছে বাঘের অনুসন্ধান। এরপর সুন্দরবনের ব্যাঘ্র বিশেষজ্ঞদেরও নিয়ে যাওয়া হয় বাঘঘরার জঙ্গলে। কিন্তু সবই সার। বাঘ ধরতে বার বার ব্যর্থ হতে হয়েছে বন দফতর। ক্যামেরা ট্র্যাপে ধরা পড়া রয়্যাল বেঙ্গলই শুক্রবার মৃত অবস্থায় মিলল পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে। প্রশ্নের মুখে বন দফতরের ভূমিকা।
জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ নিগমের সদস্য সচিব দেবদত্ত সাঁই জানিয়েছেন, বাঘটি যাতে সুরক্ষিত থাকে, সেজন্য আগেই চিঠি দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে? কিন্তু তা সত্ত্বেও কেন এই ঘটনা ঘটল, তা রিপোর্ট আকারে জানতে চাওয়া হবে। আইজি, ওয়াইল্ড লাইফ সৌমিত্র দাশগুপ্ত জানিয়েছেন, সব দিক তদন্ত করে দেখা হবে।