আরাবুল ইসলামের ঘরের মাঠেই হার তৃণমূলের

আরাবুল ইসলামের ঘরের মাঠেই হার তৃণমূলের। পোলেরহাট দুই নম্বর পঞ্চায়েত দখল করেছে জমি রক্ষা কমিটি এবং আইএসএফের জোট। পোলেরহাট ২ নম্বর অঞ্চলে হার বলে স্বীকারও করে নেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। পোলেরহাট ২ নম্বর অঞ্চলে হার বলে স্বীকারও করে নেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। পোলেরহাট ২ নম্বর পঞ্চায়েতে এবার আসন সংখ্যা বেড়ে হয়েছিল ২৪। সব আসনেই এবার লড়াই করে জমি রক্ষা কমিটি এবং আইএসএফ সমর্থিত নির্দলরা।
সামগ্রিকভাবে গোটা ভাঙড়ে সেই মনোনয়ন পর্ব থেকেই অশান্তি চলছে। বেশ কিছু আসনে শাসকদলকে টেক্কা দিয়ে জয়ী হয়েছেন আইএসএফ প্রার্থীরা। তবে পোলেরহাট ২ অর্থাৎ আরাবুলের নিজের এলাকায় ভোটের ফলে তৃণমূল যে ধাক্কা খেতে পারে, সে ইঙ্গিত আগেই ছিল।