শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

‘‘মমতা খুবই বড় মাপের নেত্রী:চন্দ্রবাবু

News Sundarban.com :
এপ্রিল ৫, ২০১৮
news-image

এনডিএ ছাড়ার পর চন্দ্রবাবু একাধিক বার জানিয়েছেন আসন্ন নির্বাচনে জনগণের প্রতি বঞ্চনার বিষয়টি সামনে রেখেই তিনি মোদীর বিরুদ্ধে লড়বে করবে। আর এবার জানিয়ে দিলেন এই লড়াইয়ে তিনি এক নন কারণ,মোদীর সঙ্গে লড়াইয়ে আঞ্চলিক দলগুলির জোটের নেতা বাছাই নিয়ে ভাবনাচিন্তা চলছে । কিন্তু এই পদে কি মমতা বন্দ্যোপাধ্যায়ই যোগ্যতম প্রার্থী নন? গতকাল দিল্লিতে এই প্রশ্নের উত্তরে তাৎপর্যপূর্ণ ভাবে তিনি শুধু বলেছেন, ‘‘মমতা খুবই বড় মাপের নেত্রী।’’
তবে তেলুগু দেশম সূত্রের মাধ্যমে খবর পাওয়া গেছে, এ বারের সফরে ফেডারাল ফ্রন্ট গড়ার লক্ষ্য নিয়ে রাজধানীতে আসেননি চন্দ্রবাবু নায়ডু। তাঁর প্রধান উদ্দেশ্য, অন্ধ্রপ্রদেশের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার ছবিটা রাজধানীতে তুলে ধরা। বিষয়টি নিয়ে আজ দীর্ঘ সাংবাদিক সম্মেলনও করেছেন তিনি। চেষ্টা করেছেন বিরোধী জোট নিয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়ার। কিন্তু তারই ফাঁকে একটি প্রশ্নের উত্তরে মমতার প্রশস্তি করেছেন নায়ডু।
আজ সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে বৈঠক করেছেন নায়ডু। সংসদে সরকারের বিরুদ্ধে তাঁর দলের পক্ষ থেকে আনা অনাস্থা প্রস্তাব যাতে আম আদমি পার্টি সমর্থন করে, সে জন্য আর্জি জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। চন্দ্রবাবুর কথায়, ‘‘দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন সংসদের দুই কক্ষেই তাঁর দল আমাদের সমর্থন করবে।’’