শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কলকাতা হাইকোর্টের রায়দানকে পুনর্বিবেচনা আর্জি জানিয়েছেন ফোরাম অফ দুর্গা উৎসব

News Sundarban.com :
অক্টোবর ২০, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  দুর্গা পুজো নিয়ে কলকাতা হাইকোর্টের রায়দানকে পুনর্বিবেচনা আর্জি জানিয়েছেন ফোরাম অফ দুর্গা উৎসব কমিটি। মঙ্গলবার ফোরাম অফ দুর্গা উৎসব কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিকদের মুখোমুখি জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি কাছে আবেদন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। বছরে এই কয়েকটা দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। তাই পুজো মন্ডবে অন্তত ১০০ জনের বেশি দর্শনার্থীদের প্রবেশে অনুমতি দেওয়া হোক।

প্রসঙ্গত, সোমবার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে চলতি বছরে পুজো মন্ডপে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ। শুধু কমিটির সদস্যরা মেতে পারবেন। তাও নিয়মবিধি মেনেই মন্ডপে প্রবেশ করতে হবে। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৩-৪ লক্ষ লোককে সামাল দিতে ঠিক করা হয়েছে ৩০ হাজার পুলিশকর্মী। এত বিপুল সংখ্যক দর্শনার্থী সামাল দেওয়া এই পরিমাণ পুলিশের পক্ষে সম্ভব নয়। তাই মানুষের ভালোর কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে আদালত।