হেলিকপ্টার বিভ্রাটে চোট পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, ভার্চুয়াল প্রচারে নামছেন মমতা

হেলিকপ্টার বিভ্রাটে চোট পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তার জেরে এখন বাড়িতেই রয়েছেন তিনি। চিকিৎসকরা আপাতত তাঁকে বাইরে বেরতে বারণ করেছেন। পঞ্চায়েত ভোটে তাঁর পক্ষে এবারের মতন আর সশরীরে গিয়ে কোথাও প্রচার করা সম্ভব হবে না। তাই এবার সোমবার থেকেই শুরু হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা । বাড়িতে বসে মোবাইলে বক্তব্য রাখবেন তিনি। শুনবেন জনতা।
সভাতে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম থেকে শুরু করে দলের জেলাস্তরের শীর্ষ নেতারা। সেখানেই দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বেশ কিছু জায়গায় প্রচার করার কথা ছিল মমতা। শুরুও করে দিয়েছিলেন উত্তরবঙ্গ থেকে । কোচবিহারে, জলপাইগুড়িতে সভা করে ফেলেছেন । সেখান থেকে ফেরার সময়েই ঘটে বিপত্তি।