বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৪, ২০১৮
news-image

এলাকায় মদ,গাঁজা,জুয়ার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক প্রতিবাদী।ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং থানার নিকারীঘাটা পঞ্চায়েতের দক্ষিণ অঙ্গদবেড়িয়া গ্রামে।দুষ্কৃতিদের মারে গুরুতর জখম হয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন প্রতিবাদী সিরাজুল লস্কর।অভিযোগ সিরাজুল বাবু কে শাবল,লোহার রড দিয়ে বেধড়ক মারধোর করা হয়েছে।তাঁর মাথায়,মুখে এবং শরীরের অন্যান্য স্থানে ব্যাপক অাঘাত লেগেছে।এমনকি তাঁর মুখের বেশ কয়েকটি দাঁতও ভেঙে গিয়েছে।অভিযোগ এলাকায় জনাকয়েক দুষ্কৃতি বেশ কিছুদিন ধরেই মদ খেয়ে জুয়া খেলা করে গালিগালাজ করতো। এই ঘটনার প্রতিবাদ করেন সিরাজুল লস্কর। কিন্তু তা স্বত্বেও এলাকায় কমেনি দুষ্কৃতিদের দৌরাত্য। দিনদুয়েক আগে পুলিশও ঐ এলাকায় তল্লাশি অভিযানে যায়।অভিযোগ
শুক্রবার সন্ধ্যায় সিরাজুল লস্কর ট্যারাখালি কলেজহাট থেকে যখন বাড়ী ফিরছিলেন তখনই আজিজুল সরদার,রফিকুল সরদার,রমজান সরদার রা শাবল,রড দিয়ে বেধড়ক মারধোর করে সিরাজুল কে। সিরাজুলের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে তিন দুষ্কৃতি পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত সিরাজুল কে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় ক্যানিং থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করেছে।