বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনে বাঘে তুলে নিয়ে গেল মৎস্যজীবীকে

News Sundarban.com :
ডিসেম্বর ১৭, ২০২৩
news-image

ফের সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার কবলে পড়লেন এক মৎস্যজীবী। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের নেতিধোপানীর কাছে পীরখালির জঙ্গলে। নদীর চরে কাঁকড়া ধরার সময় মৃত্যুঞ্জয় সুতার(২৮) নামে ওই মৎস্যজীবীকে বাঘে তুলে নিয়ে যায়।

ঝড়খালি আশ্রম পাড়ার বাসিন্দা মৃত্যুঞ্জয় শনিবার সকালে সঙ্গীদের সাথে বেরিয়েছিলেন মাছ, কাঁকড়া ধরতে। ঘটনার পর থেকেই নিখোঁজ ওই মৎস্যজীবী। ইতিমধ্যেই এই বিষয়ে বন দফতরকে জানিয়েছেন মৃত্যুঞ্জয়ের সঙ্গীরা। ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর।

পাশাপাশি মৃত্যুঞ্জয়ের খোঁজে চলছে বলে জানিয়েছে বন দফতর। তবে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঠিক একদিন আগে ঝড়খালির আরও এক মৎস্যজীবী সুশান্ত প্রামাণিক বাঘের কবলে পড়ে প্রাণ হারান। তবে সঙ্গীরা বাঘের সাথে লড়াই করে তাঁর দেহ উদ্ধার করে আনলেও মৃত্যুঞ্জয়কে ফিরিয়ে আনতে পারেনি সঙ্গীরা।