শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী পদে নতুন মুখের অগ্রাধিকার তৃনমূল কংগ্রেসের

News Sundarban.com :
জুন ১৫, ২০২৩
news-image

শিল্পা মাইতি, নামখানা: আগামী ৮ই জুলাই রাজ্যের পঞ্চায়েত ভোট এমনটাই ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যে ৯ ই জুন থেকে ১৫ ই জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লক তৃণমূলে কংগ্রেসের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সব ক্ষেত্রেই প্রার্থী পদে অগ্রাধিকার দেওয়া হয়েছে নতুন মুখ কে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে নতুন মুখরা মনোনয়নপত্র জমা দিতে এসেছে।

দলীয় সূত্রে জানা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ঘোষণা মত মানুষের কাছে যারা অগ্রগণ্য বলে পরিচিত তাদেরকেই প্রার্থী করেছি। এ বিষয়ে নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ধীরেন কুমার দাস বলেন, আমরা প্রত্যেকটি আসনে প্রার্থী দিতে পেরেছি। আমরা আশাবাদী আমরা বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ নিয়ে জয়লাভ করব পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে ও জেলা পরিষদে। আমরা এবারের প্রার্থী পদেও আমূল পরিবর্তন এনেছি। আমরা সমস্ত নতুন মুখদের এবারের ভোটে আমরা প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। বিরোধিদের সমস্ত কুৎসার জবাব দেবে মানুষ।