বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গণেশের প্রাণ প্রতিষ্ঠিত হয়েছিল ব্রহ্মকমলের জলে, গ্রামে ফুটল সেই ফুল

News Sundarban.com :
অক্টোবর ১৬, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  পৌরাণিক মতে, হাতির মাথা লাগানোর পরে, গণেশের প্রাণ প্রতিষ্ঠিত হয়েছিল ব্রহ্মকমলের জলে স্নান করে। তাই এই ফুলকে ‘জীবনদায়ী’ পদ্মও বলা হয়। কিন্তু, বর্তমানে এই ফুল বিপন্ন তালিকায় নাম লিখিয়েছে, মানুষেরই কারণে। উত্তর মায়ানমার, দক্ষিণ-পশ্চিম চিন ও ভারতের উত্তরাখণ্ড— মূলত এই তিন অঞ্চলেই দেখা পাওয়া যায় ব্রহ্মকমলের। ৩০০০ থেকে ৪৮০০ মিটার উচ্চতায়, পাথরের ফাঁকে ফোকোরে সবুজ ঘাসের মাঝে মাঝে দেখা যায় এই ফুল।ভারতের উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গাতেই দেখতে পাওয়া যায় ব্রহ্মকমল। মূলত রূপকুণ্ডের পথেই দর্শন পাওয়া যায় এই ফুলের।

পাশাপাশি, আঞ্চলিক মন্দিরগুলোয় পুজো ছাড়াও, ব্রহ্মকমলের ঔষধি গুণাগুণের ফলে প্রচুর পরিমাণে তা বিক্রি হয় কালোবাজারে। স্বাভাবিকভাবেই ব্রহ্মকমল বিলুপ্তির দিকে পা বাড়িয়েছে। উত্তরাখণ্ডের পঞ্চ কেদার অঞ্চলে সমীক্ষা চালিয়ে, ‘নেচার গাইড’ নামে একটি বইয়ে প্রকাশিত হয়েছে এই তথ্য এবং এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই সমীক্ষাটি করে ‘ওয়াল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’।

নদীয়ার শান্তিপুর ব্লকে বাগআঁচড়া বাজার পাড়া অঞ্চলে অদ্বৈত প্রামাণিকের বাড়িতে এই ধরনের এক ফুল ফোটাকে কেন্দ্র করে পুজো অর্চনা করতে দেখা গেল। এলাকার বহু মানুষ ভিড় করে তা দেখতে এসেছে সন্ধ্যার পর থেকে। অদ্বৈতবাবুর কন্যা মামনি প্রামানিক জানান, তার মাসতুতো দাদা অশোক ঘোষ কর্মসূত্রে মহারাষ্ট্র থাকেন। গত বছর ভাইফোঁটা উপহারস্বরূপ একটি পাতা দিয়ে বলেছিলেন মাটিতে লাগানোর জন্য। বাকিটা ছিল সারপ্রাইজ! বিগত ১০ মাসে আপন খেয়ালে কবে কবে বেড়ে উঠেছে গাছ। গত দু -এক দিন থেকে মামণি খেয়াল করছে পাতা থেকে একটি কুঁড়ি শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধেবেলায় তা প্রস্ফুটিত হয়ে সকলের উচ্ছ্বাস সৃষ্টি করে। কল্যাণী ইউনিভার্সিটিতে এম এ পাঠরতা মামনি নেট দেখে জেনেছে সমস্ত তথ্য। তবুও কেন পুজো? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মামনি জানান, বাড়ির মা ঠাকুমাদের বিশ্বাসের মর্যাদা দিতেই তিনি বসেছিলেন পুজোয়।