শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১২ ডিসেম্বর থেকে দিল্লি-জয়পুর ও দিল্লি-আগ্রা জাতীয় সড়ক অবরোধ করার হুমকি

News Sundarban.com :
ডিসেম্বর ১১, ২০২০
news-image

কেন্দ্রের সঙ্গে সমঝোতার চেষ্টা ভেঙে যাওয়ার পর বুধবারই বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল কৃষক নেতারা। বৃহস্পতিবার তা নতুন মাত্রা পেল। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভকারী কৃষক নেতা বুটা সিং বলেন, আমরা আগেই ঘোষণা করেছিলাম প্রধানমন্ত্রী মোদী ১০ ডিসেম্বরের মধ্যে আমাদের দাবি না মানলে আমরা রেল অবরোধ শুরু করব। কৃষকের বৈঠকে ঠিক হয়েছে, দেশে কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভকারী কৃষকরা এবার রেল  লাইনে এসে জড়ো হবেন। এনিয়ে দিনক্ষণ ঘোষণা করবে সংযুক্ত কিষান মোর্চা।

উল্লেখ্য, ইতিমধ্য়েই আগামী ১২ ডিসেম্বর থেকে দিল্লি-জয়পুর ও দিল্লি-আগ্রা জাতীয় সড়ক অবরোধ করার হুমকি দিয়েছে কৃষকরা। সিংঘু সীমান্ত বিক্ষোভকারী কয়েকজন তরুণের দাবি তাদের পেছনে এনআরআই-রা রয়েছেন। অনেকদিন আন্দোলন চলবে। বৃহস্পতিবার কৃষকদের ফের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তিনি বলেন, এমএসপি নিয়ে কোনও সমস্যা নেই। সরকারের কোনও ইগো নেই। আপনারা আলোচনায় বসুন।
অন্যদিকে, এনিয়ে রেলমন্ত্রী পীয়ূষ গোয়েলও বলেন, ‘যে কোনও আলোচনার জন্য তৈরি সরকার। ‘-zee24