শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে গাড়ি, মৃত ৭

News Sundarban.com :
আগস্ট ৩০, ২০১৭
news-image

নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে গড়িয়ে পড়ল গাড়ি। মৃতু্য হল একই পরিবারের সাত জনের। তার মধ্যে তিন শিশুও রয়েছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরির নারিয়ান এলাকার ঘটনা। মৃতু্য হয়েছে রাজৌরির ডেপুটি কমিশনারের আপ্তসহায়ক মেহমুদ আহমেদের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার পাঞ্জাব থেকে রাজৌরিতে সপরিবারে ফিরছিলেন মেহমুদ আহমেদ। জম্মু-পুঞ্চ সড়কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬০ ফুট নিচে গড়িয়ে নদীতে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃতু্য হয় পরিবারের সকলের। ঘটনাস্থলে পেঁছয় উদ্ধারকারী দল। পরিস্থিতি খতিয়ে দেখতে যান রাজৌরির ডেপুটি কমিশনার শাহিদ ইকবাল ও এসএসপি ইউগল মানহস। মৃতু্য হয়েছে রাজৌরির ডেপুটি কমিশনারের আপ্তসহায়ক মেহমুদ আহমেদ, তাঁর স্ত্রী জামিলা বেগম, তাঁর তিন সন্তান রেহান, আলিশা, হুসনাইন। মৃতু্য হয়েছে ভাই আব্দুল আজিজ ও বোন আখতার বেগমেরও।
ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও উপ-মুখ্যমন্ত্রী নির্মল সিং।