শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিবাহ বিচ্ছেদ মামলা:আদালতে অনুপস্থিত মেয়র

News Sundarban.com :
এপ্রিল ২৬, ২০১৮
news-image

বিবাহবিচ্ছেদের মামলার মীমাংসার জন্য মেয়র এবং মেয়র পত্নীর বৃহস্পতিবার আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ ছিল ৷ কিন্তু অসুস্থতার অজুহাতে এদিন আদালতে আসেননি মেয়র শোভন চট্টোপাধ্যায় ৷ পরবর্তী শুনানির দিন ১১ মে ধার্য করেছে আদালত ৷ অন্যদিকে, আদালত থেকে বেরিয়ে ফের বিস্ফোরক রত্না চট্টোপাধ্যায়। তাঁর দাবি, বেহালার বাড়িতে বাউন্সার রেখে তাঁর উপর নজরদারি চালানো হচ্ছে। মেয়র-পত্নীর দাবি, ওই বাড়ির অর্ধেক মালিকানা তাঁর। পাশাপাশি, সন্তানদের পড়াশোনার কথা উল্লেখ করে মেয়রের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন রত্না চট্টোপাধ্যায়। তাঁর দাবি, মেয়রের সঙ্গে দাম্পত্য অশান্তির জেরে সামাজিক হেনস্থার শিকার হচ্ছে তাঁদের সন্তানরা।ছেলেমেয়েদের খোঁজ নেন না মেয়র ৷ বাচ্চারা কোন স্কুলে পড়ে বলতে পারবেন ? আমার বাড়িতে ওঁর কোনও নথি নেই ৷ মেয়র মিথ্যা কথা বলছেন ৷’পর্ণশ্রীর বাড়িতে থাকি আমার অধিকারে ৷ আমাকে কেউ সরাতে পারবে না ৷