শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দক্ষিণ দিনাজপুরে মহাপ্রভুর প্রসাদ খেয়ে অসুস্থ হলেন ৫১ জন

News Sundarban.com :
মে ১১, ২০১৮
news-image

মহাপ্রভুর প্রসাদ খেয়ে অসুস্থ হলেন ৫১ জন। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি এলাকার ঘটনা। এদের মধ্যে ২২ জন কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন বাকি ২৯ জন বাড়িতেই চিকিৎসা চলছে। গ্রামে পৌঁছেছে মেডিক্যাল টিম। কুশমণ্ডি থানার কৃষ্ণপুর এলাকার ঘটনা। অসুস্থদের প্রতি বিশেষ ভাবে নজর দিচ্ছে স্বাস্থ্য দফতর।
জানা গেছে, বিগত তিন ধরে কৃষ্ণপুর এলাকায় চলছিল মহাপ্রভুর অনুষ্ঠান। গতকাল যার ছিল শেষ দিন। শেষে দিন এলাকার কয়েকশো লোক মহাপ্রভুর প্রসাদ খায়। সেই প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পরে ৫১ জন। জ্বর, বমি ও পেটের নানান অসুখ নিয়ে একের পর এক হাসপাতালে আসে চিকিৎসার জন্য। কুশমণ্ডি হাসপাতালে পেটের নানান সমস্যা নিয়ে ২২ জন ভর্তি হয়। এদিকে খবর পেয়ে ওই গ্রামে পৌঁছায় মেডিক্যাল টিম। বাকি ২৯ জনকে ওই গ্রামে রেখেই চিকিৎসা করানো হয়। এদিকে ভয়ে অনুষ্ঠানের সমস্ত রান্নার জিনিস ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলা হয়। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোন খাওয়া নমুনা নিতে পারেনি। ফলে কি থেকে খাদ্যে বিষক্রিয়া হয়েছে তা নিয়ে ধন্দে স্বাস্থ্য দফতর। তবে প্রাথমিক অনুমান মহাপ্রভুর ভোগের পায়েস থেকেই এমন ঘটনা ঘটতে পারে। অসুস্থদের মধ্যে বেশির ভাগই বর্তামানে সুস্থ রয়েয়েছে। তিন চার জন অবস্থার উন্নতি হয়নি। গোটা ঘটনার দিকে বিশেষ নজর রাখছে জেলা স্বাস্থ্য দফতর।

এবিষয়ে কুশমণ্ডি ব্লকের বিএমওএইচ অমিত দাস জানান, মহাপ্রভুর ভোগ খেয়ে ৫১ জন অসুস্থ হয়। যার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২২ ও বাড়িতে চিকিৎসাধীন ২৯ জন। অসুস্থদের মধ্যে বেশীর ভাগ রোগীর শারীরিক উন্নতি হয়েছে। আগামীকাল তাদের ছেড়ে দেওয়া হবে। খাদ্য্ব বিষক্রিয়ার ফলেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। পুরো বিষয়ে উপর নজর রাখা হচ্ছে। এলাকায় পৌঁছেছে মেডিক্যাল টিম।