রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নামখানায় তৃণমূলের ফেস্টুন ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অস্বীকার বিজেপির

News Sundarban.com :
জুলাই ৪, ২০২৩
news-image

শিল্পা মাইতি , নামখানা: রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের ব্যানার ফেস্টুন ছেঁড়া কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো এলাকায় । অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের ২৪০ নম্বর বুথে।

তৃণমূলের তরফে জানানো হয়েছে শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের ২৪০ নম্বর বুথে আগামীকাল অর্থাৎ বুধবার দিন একটি নির্বাচনী পথসভা রয়েছে। সেই কারনে মঙ্গলবার দিন থেকে প্রস্তুতি নিয়েছিলেন তৃণমূল কর্মীরা। স্টেজের উপর নিজেদের দলীয় ফেস্টুন টাঙ্গিয়ে ছিলেন তৃণমূল কর্মীরা। মঙ্গলবার দিন সকালে তৃণমূল কর্মীরা এসে দেখতে পান রাতের অন্ধকারে কে বা কারা ব্যানার ফেস্টুন ছিঁড়ে দিয়ে গেছে। এরপরেই তৃনমূল কর্মীরা বিক্ষোভ দেখায় এলাকায়। তাদের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতে অন্ধকারে এই কাজ করেছে ।

এই ঘটনার কথা অস্বীকার করে বিজেপি নেতা কালাচাঁদ ভূঁঞ্যা বলেন, এটা আমাদের দলের কর্মীদের দ্বারা হয়নি। এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে হয়েছে। রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যই আমাদের দিকে অভিযোগের আঙ্গুল তোলা হচ্ছে।