মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জম্মু ও কাশ্মীরে কর্মসংস্থানের সুযোগ আরও বেশি বৃদ্ধি করার আশ্বাস:চন্দ্রপ্রকাশ

News Sundarban.com :
ডিসেম্বর ৪, ২০১৭
news-image

জম্মু ও কাশ্মীরে কর্মসংস্থানের সুযোগ আরও বেশি বৃদ্ধি করার আশ্বাস দিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী চন্দ্রপ্রকাশ গঙ্গা। সোমবার রাজ্যের সাম্বা জেলার বাড়ি ব্রামানা টাউনে আখরোট প্রক্রিয়াকরণ কারখানার উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীরকে শিল্পের কেন্দ্রস্থল এবং যুবসম্প্রদায়ের জন্য আরও বেশি কর্মসংস্থানের পরিসর বা সুযোগ বৃদ্ধি করার জন্যই বধ্যপরিকর সরকার। রাজ্যে শিল্পের পরিকাঠামো প্রসঙ্গে চন্দ্রপ্রকাশ গঙ্গা বলেন, ‘কেন্দ্রীয় সরকারের আর্থিক প্যাকেজের মাধ্যমে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। তার মধ্যে ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করা, বিদ্যুৎ সরবরাহ, বাণিজ্য করিডোর, বিনিয়োগকারীদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য পরিষেবা বৃদ্ধি করা, সড়ক যোগাযোগ বাড়ানো প্রধান অগ্রাধিকার পাবে।’ তিনি আরও বলেন ‘আর্থিকখাতে বরাদ্দ করা কেন্দ্রীয় সরকারের অনুদান যেভাবে উত্তর-পূর্বের রাজ্যগুলির উন্নতি হয়েছে।