শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তর কোরিয়ায় প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত

News Sundarban.com :
জুলাই ২৮, ২০২০
news-image

উত্তর কোরিয়ায় প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। সেখানে দক্ষিণ কোরিয়া থেকে আসা এক ব্যক্তির করোনার উপসর্গ আছে। এই প্রথম এমন কোনো ব্যক্তিকে শনাক্ত করা হলো বলছে উত্তর কোরিয়া সরকার।

করোনা শনাক্তের পর উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর কেসাংয়ে লকডাউন জারি করা হয়েছে। খবর: বিবিসি

উত্তর কোরিয় নেতা কিম জং উন দেশের শীর্ষ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেছেন। করোনা সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা জারি ও জরুরি অবস্থা বাস্তবায়ন নিয়ে সেখানে আলোচনা হয়েছে। কোভিড ১৯ ধরা পড়লে ওই ব্যক্তিই উত্তর কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে ঘোষিত প্রথম রোগী হিসেবে শনাক্ত হবেন। করোনা উপসর্গ থাকায় তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।