বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডাঃ বিধান চন্দ্র রায়ের ১৩৮ তম জন্ম ও ৫৮ তম প্রয়াণ দিবস পালন করলো ডঃ শ্যামাপ্রসাদ হেলথ মিশন

News Sundarban.com :
জুলাই ২, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং –

প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক বিধান চন্দ্র রায়ের ১৩৮ তম জন্ম ও ৫৮ তম প্রয়াণ দিবস পালন করলো ডঃ শ্যামাপ্রসাদ হেলথ মিশন।বুধবার সকালে ডাঃ রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধঞ্জলি নিবেদন করেন দক্ষিণ ২৪ পরগনা জেলা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী হেলথ মিশনের সভাপতি অজয় বায়েন।পাশাপাশি এই বিশেষ দিনটির জন্য হেলথ মিশনের পক্ষ থেকে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের হাতে বিনামূল্যে ওষুধপত্রও তুলে দেওয়া হয় বলে জানিয়েছে হেলথ মিশনের সভাপতি অজয় বায়েন।
অন্যদিকে নিজেদের অক্লান্ত পরিশ্রম এবং জীবন বিপন্ন করে চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা বিভাগের কর্মরত কর্মীরা। বুধবার দুপুরে ক্যানিং ১ মন্ডল বিজেপির সভাপতি দেবু নস্করের নেতৃত্ব রঞ্জিত নস্কর, শিবু মাঝি, বিবেক মন্ডল,অভিজিৎ মৃধা,ভগীরথ নস্কর সহ এক বিশেষ প্রতিনিধি দল ক্যানিং মহকুমা হাসপাতালে গিয়ে চিকিৎসক নার্স এবং অন্যান্য কর্মীদের কে এই বিশেষ দিনটিতে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধণা জ্ঞাপন করেন।বিশেষ দিনে এমন সংবর্ধনা পেয়ে খুশি ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার ডাঃ অর্ঘ্য চৌধুরী।