বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাইরে বেরোলেই বাধ্যতামূলক মাস্ক, নাহলে হাজত বাসের হুঁশিয়ারী নবান্নর

News Sundarban.com :
জুলাই ৪, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্কঃ রাস্তায় বেরোলে বাধ্যতামূলকভাবে পড়তে হবে মাস্ক, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। না হলে বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নবান্ন। স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকায় বলা হয়েছে, মহামারীর প্রকোপ থেকে বাঁচতে রাস্তায় এবং প্রকাশ্য স্থানে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। তা না করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন।

এই মর্মে স্বরাষ্ট্রসচিব সমস্ত জেলার জেলাশাসক সরকারি দপ্তর এবং পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ পাঠিয়েছেন। সেখানে তিনি বলেছেন রাস্তায় কোনো ব্যক্তিকে মাস্ক ছাড়া বের হতে দেখলে তাকে ফিরিয়ে দেওয়া হবে।একাধিকবার আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে বলে স্বরাষ্ট্র সচিব স্পষ্টভাষায় নির্দেশ দিয়েছেন।দেশ তথা রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। ক্রমে ক্রমে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই প্রেক্ষিতে মাস করা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত অবাক করার মত নয়।